নিজস্ব প্রতিবেদক: যশোরে টাইফয়েডের টিকা দেয়া শুরু হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকাল ১০ টায় কালেক্টরেট স্কুলে টিকাদার ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা। প্রথম দিন ৩৯ হাজার ৫৪৩ শিশু টিকা গ্রহণ করেছেন। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিভিল সার্জন অফিসের টিম যশোর শহরের দড়াটানা মাদরাসা, বাদশা ফয়সল ইসলামী ইনস্টিটিউট স্কুলের টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন টিমে ছিলেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক, মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ, ডা. সামিনা পারভীন প্রমুখ।
সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, উদ্বোধনী দিনে ৪২ হাজার ২৭২ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এদিন ৩৯ হাজার ৫৪৩ শিশু টিকা গ্রহণ করেছে। এরমধ্যে অভয়নগর উপজেলায় ২ হাজার ৯৭৭ শিশু, বাঘারপাড়া উপজেলায় ৪ হাজার ৩৩ শিশু, চৌগাছা উপজেলায় ৩ হাজার ৫০৬ শিশু, যশোর মিউনিসিপালিটি ৩ হাজার ২৭৯ শিশু, সদর উপজেলায় ৭ হাজার ২২০ শিশু, ঝিকরগাছা উপজেলায় ৩ হাজার ৫৬৮ শিশু, কেশবপুর উপজেলায় ২ হাজার ৪২০ শিশু, মণিরামপুর উপজেলায় ৭ হাজার ১০ শিশু ও শার্শা উপজেলায় ৫ হাজার ৫৩০ শিশু রয়েছে।
উল্লেখ্য, যশোর জেলায় ৭ লাখ ৭৬ হাজার ৭৮৯ শিশুকে টাইফডের টিকা পাবে। তাদের বয়স ৯ মাস থেকে ১৫ বছর বয়সের কম হতে হবে।