Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে চঞ্চল হত্যা মামলায় বিল্লালের রিমান্ড মঞ্জুর

এখন সময়: শুক্রবার, ১৭ অক্টোবর , ২০২৫, ০৪:৩৩:৫৬ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের ডাকাতিয়া গ্রামের আলোচিত চঞ্চল গাজী হত্যা মামলায় বিল্লাল হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আসামি বিল্লাল হোসেন ডাকাতিয়া দক্ষিণ পাড়ার জামাল হোসেনের ছেলে।

উল্লেখ্য, ইজিবাইক চুরিকে কেন্দ্র করে গত ৯ অক্টোবর ডাকাতিয়ায় দুই পক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী নিহত ও উভয় পক্ষের ৬ জন আহত হয়। এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে ৭ জনকে আসামি করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ মামলার পুলিশ বিল্লাল গাজীকে আদালতে সোপর্দ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ সাইফুল ইসলাম আটক বিল্লাল হোসেনের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)