আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫- ২০২৬ অর্থ বছরের রাজস্ব খাতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে কৃষি অফিস চত্তরে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উদয় রহমান। উপসহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক শাহিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, হামিদুল ইসলাম, আব্দুর রফিক, মিনারুল ইসলাম প্রমুখ। উপজেলার ১২৯০ কৃষকের মধ্যে পর্যায়ক্রমে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।