আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বেলগাছি হাইস্কুর মাঠে বেলগাছি ইউনিয়ন জামায়াতের আমির আমান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, দামুড়হুদা উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল রহমান, জেলা জামায়াতের শ্রম বিষয়ক সম্পাদক আলতাব হোসেন, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন জামায়াতের আমির মাহের আলী, সেক্রেটারী মসলেম উদ্দিন প্রমুখ। সভার শুরুতে ৪শ বিএনপির নেতাকর্মী জামায়াতে ইসলামের আদর্শে আনুগত্য প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।