জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে ভেজাল ও নিম্নমানের দস্তাসার বিক্রি করার অপরাধে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত ৬৫০কেজি ভেজাল দস্তা সার ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত । বুধবার বিকেলে জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বাঁকামোড়ে শহিদুল ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
এ সময় জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম, জীবননগর থানা পুলিশের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।