Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহেদের মতবিনিময়

এখন সময়: শুক্রবার, ১৭ অক্টোবর , ২০২৫, ১০:২১:১৪ পিএম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা রিপোর্টার্স ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শাহেদ। শফিকুল ইসলাম শাহেদ ডাকসুর ছাত্রদলের সাবেক সাহিত্য সম্পাদক, সাবেক রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সহকারী একান্ত সচিব এবং বর্তমানে ঢাকা এমিনেন্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সাধারণ পরিষদের বোর্ড মেম্বর হিসেবে সুনামের সালে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার ১৬ অক্টোবর রাত সাড়ে ৭টায় তিনি দেবহাটা রিপোর্টার্স ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি সাতক্ষীরা-২ আসনের আপামর জনগনের জন্য নিবেদিত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময়কালে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, সাহিত্য সম্পাদক তারেক মনোয়ার, প্রচার সম্পাদক আবুল হাসান, কার্য্যনির্বাহী সদস্য আবু সাঈদ, সদস্য হারুন-অর রশিদ, সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, সোহাগ হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)