খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), খুলনার উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল নিজাম উদ্দিন আহমেদ, পিএসসি। রোববার বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপাচার্য তাকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান এবং বিএইউএসটি খুলনার সাম্প্রতিক একাডেমিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
সৌজন্য সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, সিএসই ডিসিপ্লিনের প্রফেসর ড. জি এম আতিকুর রহমান এবং বিএইউএসটি, খুলনার সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।