নিজস্ব প্রতিবেদক: যশোর নগর মহিলা দলের (৭, ৮ এবং ৯ নম্বর) ওয়ার্ড মহিলা দলের আঞ্চলিক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বিএনপির হাত ধরে দেশের নারী সমাজের উন্নয়ন এবং অগ্রযাত্রার সূচনা হয়েছে। তার শুরুটা করেছিলেন দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার সুযোগ পেয়ে নারী সমাজের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন। আগামীতে আবারও বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে নারীদের উন্নয়নে কাজ করবে। ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় তুলে ধরেছেন। তিনি বলেছেন, আগামী দিনে নারীদের জন্য ফ্যামেলি কার্ড করা হবে। যে কার্ডের অর্থ দিয়ে নারীরা সাংসারিক ব্যয় নির্বাহ করতে পারবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নারীদের জন্য ভাবনার বিষয়টি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মহিলা দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান অধ্যাপক নার্গিস বেগম।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সাবিহা সুলতানা প্রমুখ। মত বিনিময় সভা পরিচালনা করেন জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু।