আলমডাঙ্গা অফিস: যুব ফোরাম খুলনার বিভাগের উদ্যোগে খুলনা বিভাগের ১০ জেলায় চলছে প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি। সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলা যুব ফোরাম এর আয়োজনে আলমডাঙ্গায় প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষরোপণ কর্মসূচি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।
যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান লিমনের নেতৃত্বে অনুষ্ঠান আলমডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, যুব ফোরাম চুয়াডাঙ্গা জেলার সভাপতি শাহরিয়ার হোসেন জয়, সাধারণ সম্পাদক ঈশান বাবু, যুগ্ম সম্পাদক তানিয়া আফরোজ, যুব ফোরামের সক্রিয় সদস্যরা।