ফরহাদ খান, নড়াইল : নড়াইলে সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার-কৃষিবিদ ড. নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন-সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী খাইরুল ইসলামসহ অনেকে।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং সহযোগী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের অনুষ্ঠানের আয়োজনে করে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ রুবেল আলী, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার কৃষিবিদ রায়হানুল ইসলাম চৌধুরী, জাগরণী চক্র ফাউন্ডেশনের ট্রেনিং অফিসার কৃষিবিদ আরাফাত হোসেন, জাহিদুর রহমান, হাদিউজ্জামান, আশিকুজ্জামান, নজরুল ইসলাম, নাদিম হোসেনসহ মাইক্রো ওয়াটারসেড (খাল) কমিটি ও ইউনিয়ন পরিষদের স্থানীয় প্রতিনিধিরা।
বঅনুষ্ঠানে কৃষিবিদ ড. নাজমুন নাহার প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, অগ্রগতি ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।