আলমডাঙ্গা অফিস: যুব ফোরামের উদ্যোগে খুলনা বিভাগে “মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫” অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে দ্বিতীয় দিনের কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটি সভাপতি মোঃ আসাদুজ্জামান লিমন এর নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে খুলনা বিভাগের ১০ জেলায় চলছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. মফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির উপদেষ্টা মো. আজিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন যুব ফোরাম চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ঈশান বাবু, যুগ্ম সম্পাদক তানিয়া আফরোজসহ অন্যান্য সদস্যবৃন্দ।