অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে অভয়নগর ফুটবল একাডেমির আয়োজনে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ঝিনাইদহ ফুটবল একাদশ ১-০ গোলে সাতক্ষীরার কলারোয়া ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। খেলার প্রথমার্ধের ২০ মিনিটে ঝিনাইদহ দলের বিদেশি খেলোয়াড় জুলুকে ডিবক্সের মধ্যে অবৈধভাবে ফেলে দিলে রেফারি পেনাল্টি শুটের সিদ্ধান্ত দেয়। আর সেই পেনাল্টি শুটে ঝিনাইদহ দলের অধিনায়ক কায়েস একমাত্র গোলটি করেন। খেলা শেষে বিজয়ী দলের কায়েসকে সেরা খেলোয়াড় হিসেবে পুরষ্কৃত করা হয়।
প্রথম সেমিফাইনাল খেলার সভাপতিত্ব করেন, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু। প্রধান অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য, পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শেখ আসাদুল্লাহ আসাদ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম মান্নু, বিশিষ্ট ব্যবসায়ী এস এম তরিকুল ইসলাম রুবেল ও নাজমুল হোসেন লিটু।
টুর্নামেন্ট কমিটি জানায়, ৮ দলীয় এই ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা আগামী শনিবার (২৫ অক্টোবর) একই মাঠে বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। এতে স্বাগতিক অভয়নগর ফুটবল একাডেমির মুখোমুখি হবে যশোরের হযরত আলী ফুটবল একাদশ।