 
                    প্রেসবিজ্ঞপ্তি : সম্প্রীতি, ঐক্য ও শান্তি-শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী দেশবিরোধী ষড়যন্ত্রের হোতা ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার জুম্মা নামাজ শেষে যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া জামে মসজিদ চত্বরে সচেতন মুসল্লী সমাজ যশোরের উদ্যোগে এই সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী হিন্দুত্ববাদী জঙ্গী সংগঠন ইসকন দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত। দেশে এই সংগঠনের সকল কার্যক্রম বন্ধ করে অবিলম্বে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করতে হবে। 
সমাবেশে সভাপতিত্ব করেন মুফতি শামসুর রহমান। উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মাওলানা আরীফুল্লাহ আলমগীর, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি উবায়দুল্লাহ শাকির, মুফতি উমায়ের কাসেমী, মুফতি দেলোয়ার হুসাইন প্রমুখ।