নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শব্দ থিয়েটারের পরিবেশনায় দর্শনীর বিনিময়ে দুই দিনব্যাপী নাটক ‘দি গ্রেট স্মাগলার’ প্রদর্শন শনিবার শেষ হয়েছে।
সময়ের সাহসী তরুন নাট্য রচয়িতা ও নির্দেশক মাসউদ জামান রচিত এবং নির্দেশিত নাটক ‘ দি গ্রেট স্মাগলার ‘ এ তুলে ধরা হয়েছে ফিলিস্তিনের বর্তমান দুর্বিষহ এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতি।
অপেক্ষাকৃত তরুণ একঝাঁক শিল্পী অভিনয় নৈকট্য দিয়ে ফুটিয়ে তুলেছে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ফিলিস্তিন ও ইসরাইল সংকট।
নাটকের নেপথ্যে ছিলেন সার্বিক ব্যবস্থাপনা সোহেল মাসুদ হাসান টিটো, প্রযোজনা অধিকর্তা মোস্তফা আহমেদ পলাশ, প্রযোজনা ব্যবস্থাপনা জাহিদ মোহাম্মদ খালেদ, সহকারি নির্দেশক রিফাত মাহমুদ, নাট্য পরামর্শক ডাক্তার মোঃ আবু বক্কর সিদ্দিক, প্রযোজনা সমন্ময়ক সোহেল রানা, পোষাক পরিকল্পনায় পিয়াস মন্ডল ও রিফাত মাহমুদ, কোরিওগ্রাফি অরুন মজুমদার, মঞ্চে পরিকল্পনা, আবহ সংগীত, পোস্টার ও টিকিট মাসউদ জামান, মঞ্চসজ্জা গাজী, মারুফ, তামিম, তানভীর ও হাসিব, আলোক প্রক্ষেপণে আসিফ খান, আবহাওয়া সংগীত সঞ্চালনা বাদশাহ খান, রূপসজ্জায় স্বপন দাস, আবুল হাসান তুহিন ও অসীম, আলোক চিত্র সাদমান ত্রাণ, হল ম্যানেজমেন্ট মির্জা রিয়াজ,রুস্তম, লিটন, জুলফিকার, মাসুদ,রুহিন,শরিফ, নিশান ও জুয়েল, প্রচার ব্যবস্থাপনা সুধাসিন্ধু তাপস ও ইব্রাহীম খলিল, প্রচার সহযোগী মহিউদ্দিন লালু, আলমগীর বাবু ও বনিফেস, ডিজিটাল প্রচার বাদশাহ খান, ব্রুশিয়র সম্পাদনা অরুণ মজুমদার, অভ্যর্থনায় আজিজুর রহমান, আরিফ হোসেন লতা, ফাইনারা বর্না ও হাফসা আক্তার, সার্বিক যোগাযোগ পিয়াস মন্ডল ও সোহেল রানা এবং টাইপোগ্রাফিতে মো. মনিরুল ইসলাম।