নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার বনখলিশাখালী-আগদিয়ারচরে মতুয়া মহোৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নৃপেণ মালাকালের বাড়িতে স্থানীয় মতুয়া সম্প্রদায়ের আয়োজনে অনুষ্ঠিত মতুয়া মহোৎসব ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নড়াইল জেলা মতুয়া মিশনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অসীম পাল।উদ্বোধন করেন মতুয়া অরুণ মালাকার। মতুয়া মিহির বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন মতুয়া মিশন লোহাগড়া উপজেলা শাখার নির্বাহী সভাপতি প্রসেনজিৎ বিশ্বাস।আরও উপস্থিত ছিলেন অসীম পালের সহধর্মিনী মতুয়া টুম্পা রানী পাল,মতুয়া মিশনের যুগ্ন সম্পাদক সুজিত রায়,নড়াইল সদর উপজেলা সভাপতি সুজয় বিশ্বাস,মতুয়া পবিত্র শিকারী,প্রহ্লাদ অধিকারী,সম্রাট বিশ্বাস,সুজয়,গোবিন্দ বিশ্বাস,অতুল কুমার মালাকার ও নমিতা মালাকার।