দাকোপ (খুলনা) প্রতিনিধি : পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের আওতায় কালাবগী স্টেশনের বনরক্ষিদের অভিযানে ১টি নৌকাসহ ৫০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার কালাবগী গ্রামের আঃ মজিদ গাজীর ছেলে ইয়াসিন গাজি (৪৫) ও একই এলাকার মৃত হাসান সানার ছেলে মাসুদ সানা (৩৮)।
বনবিভাগ সূত্র জানায়, শনিবার ভোর ৪ টার দিকে সুন্দরবনের কালাবগী খাল এলাকায় টহলকালে রক্ষিরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে কালাবগী স্টেশন কর্মকর্তা (এসও) মোঃ আঃ ছালাম বলেন, সুন্দরবনের কালাবগী খালে টহলের সময় পাশ পারমিট না পাওয়ায় ইয়াসিন ও মাসুদকে আটক করা হয়। পরবর্তীতে তাদের নৌকায় তল্লাশি চালিয়ে ৫০ কেজি হরিণের মাংস পাওয়া যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।