নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার পরের দিন নড়েচড়ে বসেছে পৌরসভা কর্তৃপক্ষ। শহরের যানজট নিরসনের লক্ষ্যে পৌরসভার উদ্যোগে সোমবার শহরের বকুলতলা ও মুজিব সড়কে ফুটপাত থেকে দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
গত রোববার কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্যরা শহরের যানজট নিরসনে ফুটপাতে দখলদার উচ্ছেদ, অটোরিক্সা ও ইজিবাইক কমিয়ে আনার বিষয়ে প্রস্তাব রাখেন। এর পরের দিন যশোর পৌরসভার উদ্যোগে শহরের ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদ শুরু করে। দুই ঘন্টা উচ্ছেদ অভিযানে বকুলতলা মুজিব সড়কের ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদ করা হয়। এরপর আর এন রোড নতুন বাজারে যান পৌর কর্মকর্তারা। সেখানকার ব্যবসায়ীরা সময় নেন তারা নিজ দায়িত্বে ফুটপাত দখলমুক্ত করবে। আর কয়েকদিন পর থেকে অটোরিক্সা ও ইজিবাইকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানান পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন।
উচ্ছেদের নেতৃত্ব দেন তিনি। উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, ইন্সপেক্টর মনিরুজ্জামান নয়ন, আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান।