খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে সিনিয়র প্রফেসর (গ্রেড-১ ভুক্ত), সহকারী অধ্যাপক ও প্রভাষকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। রোববার সকালে সিনিয়র প্রফেসর এবং বিকেলে সহকারী অধ্যাপক ও প্রভাষকদের সাথে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে মুক্ত আলোচনা করা হয়। শিক্ষকবৃন্দ এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান।
বক্কতব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. এটিএম জহিরুদ্দিন, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ, গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ ইসমত কাদির, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ মুস্তাফিজুর রহমান ও প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ার।
সহকারী অধ্যাপক ও প্রভাষকদের মধ্যে বক্তব্য রাখেন ভাস্কর্য ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ রামিজ আফরোজ শাহী, অর্থনীতি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফাহমিদা আক্তার অনি, শিক্ষা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সাদিয়া সুলতানা, ভাস্কর্য ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক রওনক হাসান, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সাধন চন্দ্র স্বর্ণকার, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের মোঃ আবুল বাশার, পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রভাষক আব্দুর রহমান, এবং রসায়ন ডিসিপ্লিনের প্রভাষক আসিফুর রহমান।