বাগেরহাট প্রতিনিধি : মোল্লাহাটে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ৪শ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সোনাপুর এলাকায় মধুমতি নদী সংযুক্ত তালতলা খালে পেতে রাখা এসব নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু জানান, সোমবার দুপুরে উপজেলার তালতলা খালে পেতে রাখা ৪শ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। তবে, এসময় অবৈধ জাল ব্যবহারকারীদের আটক করা যায়নি।