Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় দিনমজুর নিহত

এখন সময়: বুধবার, ২৯ অক্টোবর , ২০২৫, ০৯:৪৪:৩৮ এম

 

ডুমুরিয়া প্রতিনিধি: রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় প্রভাষ মন্ডল (৪১) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। তিনি ডুমুরিয়া উপজেলার মির্জাপুর গ্রামের জিতেন মন্ডলের ছেলে। এ সময় মোটর সাইকেল চালক গুটুদিয়ার মাসুম (৪০) আহত হয়েছেন। মঙ্গলবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কৈয়া ব্রীজের উপর এ ঘটনা ঘটে। দুপুরে গুটুদিয়া সার্বজনীন মঠ আশ্রম শ্মশানে প্রভাষ মন্ডলের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রভাষ মণ্ডল টিয়াবুনিয়া এলাকায় একটি প্রজেক্টে দিনমজুরের কাজ করতে যান । কৈয়া বাজার থেকে সুতালি কিনে প্রজেক্ট অভিমুখে ভ্যানে যাওয়ার জন্য তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তিনি গুটুদিয়ার দিক দিয়ে দ্রুতগতি সম্পন্ন একটি মোটর সাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে পৌঁছানোর আগেই মৃত্যু হয়। খবর পেয়ে ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, বাংলাদেশ খেলাফাত মজলিসের খুলনা-৫ আসনের প্রার্থী মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, আব্দুল লতিফ জমাদ্দারসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, মির্জাপুর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এবং এলাকায় শ’শ’ মানুষ একনজর দেখার জন্য ভিড় করেছিলো প্রভাষদের বাড়ি ও গুটুদিয়া শ্মশান ঘাটে। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)