ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় কতিপয় মুক্তিযোদ্ধাকে ভূয়া পরিচয়ধারী, পতিত সরকারের দোসর ও তাদের দুর্নীতির কাহিনী তুলে ধরে এক পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ রহমান। তিনি নিজেকে নির্দোষ ও কতিপয় মুক্তিযোদ্ধাকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে বলেছেন, পতিত সরকারের দোসর ও তৎকালীন দায়িত্বে থাকা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, মুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দিন, এফএম নুরোন নবী খোকা ও রবীন্দ্রনাথ বৈরাগী দোকান ভাড়া তুলে লাখ লাখ টাকা আত্মসাৎ ও নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ২০২৪ সালের ১৬ ডিসেম্বর তাদের আয় ব্যয়ের হিসাব ও দুর্নীতির কারণ জানতে চাওয়ায় তাদের মধ্যে গাত্রদাহ শুরু হয়। সাত বছর পূর্বে মুক্তিযোদ্ধা সংসদে জমি দেয়ার নামে ৯ জন মুক্তিযোদ্ধার নিকট ৯ লাখ ৬০ হাজার টাকা গ্রহণ করে। এমনকি আজও ওই মুক্তিযোদ্ধাদের জমি ও টাকা ফেরত দেয়া হয়নি। এসবের প্রতিবাদ করায় এবং বিষয়টি ধামাচাপা দেয়ার লক্ষে গত ২৬ অক্টোবর প্রতিপক্ষ মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলন করেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এসএম মোবারক সরদার, আলতাফ হোসেন, নির্মলেন্দু মন্ডল,আঃ খালেক মোড়ল ও বিকাশ বাকচি।