Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে কিংবদন্তি লালন শিল্পী ফরিদা পারভীন স্মরণে সংগীতানুষ্ঠান

এখন সময়: শনিবার, ১ নভেম্বর , ২০২৫, ১২:৪৮:০২ এম

নিজস্ব প্রতিবেদক : কিংবদন্তি লালন শিল্পী ফরিদা পারভীন স্মরণে সংগীতানুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে যশোরের টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।

জেলার সাংস্কৃতিক সংগঠন সমুহের ব্যানারে এই অনুষ্ঠানে লালনের গানে হৃদয় ছুঁয়ে যায় দর্শক শ্রোতার। প্রায় দেড় ঘন্টার  অনুষ্ঠান ডালিতে শুধুই ছিল লালন সংগীত। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সুরবিতান সংগীত একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাস।

সংগীত অনুষ্ঠানে ঢোল, তবলা, একতারা, দোতারা, সারেন্দি, ঝমক আর বাঁশের বাঁশির সাথে  মোহনীয় সুরে বিমোহিত হয় সুর প্রেয়সী হৃদয় গুলো।  সুর সাধক লালন ফকিরের জনপ্রিয় এবং আধ্যাত্মিক  কথামালা উপস্থাপনার সাথে শিল্পী ফরিদা পারভীন গাওয়া জনপ্রিয় গানও ঠাঁই পায় অনুষ্ঠানে।  পেশাদার লালন শিল্পীর সাথে  শিক্ষার্থী শিল্পীরও মাতিয়ে দেয় মোহনীয় কন্ঠে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে আনোয়ারুল করীম সোহেল, শামসুন্নাহার সরদার, রফিকুল ইসলাম, আমিন বাবু, জাহাঙ্গীর হোসেন, রুবেল হোসেন, সুভাষ পাল, রীতা পাল প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন তরিকুল ইসলাম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)