 
                    
নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতন কুমার ঘোষকে অবসরোত্তর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। তিনি ১৯৯২ সালের ১২ সেপ্টেম্বর বিদ্যালয়ে যোগদান করেন। ২০২৫ সালের ২৯ অক্টোবর তার চাকরিজীবন শেষ হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় জানানো হয়। তিনি দীর্ঘ ৩৩ বছর চাকুরি করেছেন এই স্কুলে।
প্রধান অতিথি হিসেবে শিক্ষক রতন কুমার ঘোষের হাতে ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের সভাপতি মুন্সি নাজমুল হোসেন।
এ সময় তিনি বাবু রতন কুমার ঘোষের দীর্ঘদিনের ত্যাগের কথা স্মরণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদায়ী শিক্ষকের স্ত্রী রতনা রানী ঘোষ, ছেলে রমিত ঘোষ, রাজেশ ঘোষ, ছেলের স্ত্রী মল্লিকা ঘোষসহ শিক্ষক শিক্ষিকা, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ।