 
                    
নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা উইমেন্স বিউটি পার্লার অ্যাসোসিয়েশনের আয়োজনে দুইদিন ব্যাপী অ্যাডভান্স মেকআপ এন্ড হেয়ার স্টাইল কর্মশালা শেষ হয়েছে। বৃহস্পতিবার শহরের লাক্সারি ডাইন কনভেশন হলে সমাপনী দিনে কর্মশালায় অংশ গ্রহণকারীদের সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি’র সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা উইমেন্স বিউটি পার্লার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সাকির আলী ও অর্চনা বিশ্বাস ইভা। প্রশিক্ষক নাদিয়া আফরোজ, সংগঠনের সাধারণ সম্পাদক শাইলা আক্তার ইতি প্রমুখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উইমেন্স বিউটি পার্লার অ্যাসোসিয়েশনের সভাপতি সুফিয়া মাহমুদ রেখা। বুধবার দুইদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন, জেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। কর্মশালায় ১০০ জন অংশ নেয়।