Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ব্যঞ্জন থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এখন সময়: শনিবার, ১ নভেম্বর , ২০২৫, ১২:৪৮:০৩ এম

 

নিজস্ব প্রতিবেদক : যশোরের নব প্রতিষ্ঠিত  সাংস্কৃতিক সংগঠন ব্যঞ্জন থিয়েটারের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায়  ছিল নানা আয়োজন।

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানে ছিল গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম ও পুলিশ সুপার রওনক জাহান।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান থেকে কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনসহ ৬ সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে প্রদান করা হয় সম্মাননা।

অন্যরা হলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ও সামাজিক ব্যক্তিত্ব ডাক্তার মোঃ আবুল কালাম আজাদ লিটু,  প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,  যশোর পৌরসভার সাবেক মেয়র ও ক্রীড়া সংগঠক মারুফুল ইসলাম, যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সম্পাদক  টিভি ও মঞ্চ  অভিনেতা আব্দুর রহমান কিনা এবং নড়াইলের ফাতেমা ফাউন্ডেশনের  সাধারণ সম্পাদক  কবি ও নাট্যকার  চিত্রকর এসএম আলী আজগর রাজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আনিসুজ্জামান পিন্টু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের সদস্য সচিব কবি কাসেদুজ্জামান সেলিম। অনুষ্ঠান শুরুতে  ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)