 
                    
নিজস্ব প্রতিবেদক : যশোরের নব প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন ব্যঞ্জন থিয়েটারের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ছিল নানা আয়োজন।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানে ছিল গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম ও পুলিশ সুপার রওনক জাহান।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান থেকে কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনসহ ৬ সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে প্রদান করা হয় সম্মাননা।
অন্যরা হলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ও সামাজিক ব্যক্তিত্ব ডাক্তার মোঃ আবুল কালাম আজাদ লিটু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সাবেক মেয়র ও ক্রীড়া সংগঠক মারুফুল ইসলাম, যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সম্পাদক টিভি ও মঞ্চ অভিনেতা আব্দুর রহমান কিনা এবং নড়াইলের ফাতেমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি ও নাট্যকার চিত্রকর এসএম আলী আজগর রাজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আনিসুজ্জামান পিন্টু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের সদস্য সচিব কবি কাসেদুজ্জামান সেলিম। অনুষ্ঠান শুরুতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।