 
                    নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান শুক্রবার সকালে প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক। শপথ বাক্য পাঠ করা নেতৃবৃন্দ হলেন, সভাপতি ফজলে রাব্বি মোপাসা, সহসভাপতি শরিফুল ইসলাম, সুলতান আহম্মেদ, সাধারণ সম্পাদক শাহিনশা রানা, সহ-সাধারণ সম্পাদক আবু ইসহাক বাবু, আহমেদ মজনুল করিম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আক্তার, প্রচার সম্পাদক বিপ্লব মাহমুদ, দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন, কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন তোতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রহিমা খাতুন হাফিজ, ক্রিয়া ও সমাজকল্যাণ সম্পাদক কাসেম আলী, কার্যনির্বাহী সদস্য জাহিদুল ইসলাম ভূঁইয়া,শরিফুল ইসলাম লাভলু । 
শপথ বাক্য পাঠ করানোর পর সংগঠনের নবনির্বাচিত সভাপতির হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সভাপতি সাব্বির মালিক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, নির্বাচন কমিশনার ও প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, অধ্যাপক ইবাদত খান।
জেলা মুদ্রণ শিল্পমালিক সমিতির সাবেক সভাপতি সাব্বির মালিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বি মোপাশা।
আলোচনা শেষে জেলা মুদ্রণ শিল্পমালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়।