 
                    ফরহাদ খান, নড়াইল : নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ গণসংযোগ করেছেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে নড়াইল সদরের মাইজপাড়া বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফার ওপর জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
পরে মাইজপাড়া বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্য দেন শাহরিয়ার রিজভী জর্জ। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগসহ অনেকে ষড়যন্ত্র করছেন। কিন্তু, আমরা কোনো ষড়যন্ত্র মেনে নেবো না। যথাসময়ে নির্বাচন চাই। নড়াইল-২ আসনে নিয়মিত গণসংযোগ করছি। আমি ধানের শীষের মনোনয়ন পাবো বলে আশাবাদী। এ আসনে ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, মাইজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর সিকদার মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক নবির হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, যুবদল নেতা আরিফুল আকবার মিল্টনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।