নিজস্ব প্রতিবেদক : শুক্রবার যশোরের মণিরামপুর উপজেলার ১৫ নম্বর কুলটিয়া ইউনিয়নের লখাইডাঙ্গা শ্রী শ্রী অমলা ধামের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী “অন্নকুট” উৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে অনুষ্ঠিত এ উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৫ মণিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সকল সম্প্রদায়ের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিএনপি সবসময় জনগণের কল্যাণ ও সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক লিটন, কুলটিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমানসহ কুলটিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ স্থানীয় ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে মনোজ্ঞ ধর্মীয় সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।