Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হিন্দু-মুসলিম মিলেমিশে বসবাস করতে চাই : গোলাম পরওয়ার

এখন সময়: শনিবার, ১ নভেম্বর , ২০২৫, ০৪:৩৮:৫০ এম

ডুমুরিয়া প্রতিনিধি : জামায়াতে ইসলামী জেনারেল সেক্রেটারী সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পর আজ মানুষ উপলব্ধি করছেন, এপর্যন্ত যারা ক্ষমতায় গিয়েছেন তারা শুধু নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে।
শুক্রবার সকালে ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে জামায়াতে ইসলামী সনাতনী শাখার আয়োজনে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, সকল ধর্ম-বর্ণের মানুষের মহামিলনের সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকের এই হিন্দু সম্মেলন। আজ হিন্দু ভাইয়েরা এবং মায়েরা প্রমাণ করেছেন হিন্দু-মুসলিম মিলেমিশে প্রিয় জন্মভূমি বাংলাদেশে আমরা বসবাস করতে চাই।
জামায়াতের সনাতনী শাখার সেক্রেটারী অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডলের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যদেন এবং উপস্থিত ছিলেন ডাঃ হরিদাশ মন্ডল, আইনজীবী আবুল খয়ের, জামায়াত নেতা মোসলেম উদ্দিন, প্রভাষক সুশান্ত মন্ডল, কানাইলাল কর্মকার, গৌতম কুমার মন্ডল, অধ্যক্ষ সুভাষ সরদার, সুজিত কুমার অধিকারী, অ্যাড. অশোক কুমার সিংহ, গোবিন্দ কুন্ডু, বিপ্লব সরকার, কার্তিক চন্দ্র সরকার, সুদীপ্ত কুমার মন্ডল, ডাঃ নিত্যরঞ্জন মন্ডল, তরুণ কুমার মন্ডল, শ্রীমতি প্রিয়ংকা দাস, প্রদীপ কুমার সরকার, অনিমেষ মন্ডল, মনোরঞ্জন মন্ডল, স্বদেশ হালদার, অনিমেষ মন্ডল, উজ্জ্বল সাধু, অরুন কুমার আচার্য প্রমুখ।
অনুষ্ঠানে সকাল ১০টার পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় সনাতনীরা। বেলা ১১টার পর উপজেলা স্বাধীনতা চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দাড়িপাল্লার শ্লেগান নিয়ে ঢাক-ঢোল বাজিয়ে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি হয় সমাবেশস্থলে। ৭ থেকে ৮ হাজারের বেশি বিভিন্ন ধর্মের মানুষের সমাগম ঘটে। এই প্রথম জামায়ায়ের ডাকা সমাবেশে হিন্দুদের গণ-জমায়েত সৃষ্টি হয়েছে। তবে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা কৌতুহল শুরু হয়েছে।
সমাবেশে আসা জামায়াতের সনাতনী শাখার নেতা অ্যাড. অশোক কুমার সিংহ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিলো। সেই সময় থেকে আজ পর্যন্ত, প্রায় দেড় বছর জামায়াতে ইসলামী দলটি ডুমুরিয়াসহ সারা বাংলাদেশে যে কর্ম-পরিকল্পনা বা যে কর্মকান্ড তারা দেখিয়েছে এতে আমরা মুগ্ধ হয়েছি। আমরা আশা করি তাদের (জামায়াত) মাধ্যমে এখানে (ডুমুরিয়ায়) একটি সুন্দর জাতি গড়ে উঠবে, দেশটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। এ কারণেই তিনি জামায়াতের সাথে সম্পৃক্ত হয়েছেন। তিনি বলেছেন, শুধু ডুমুরিয়ায় নয়, সারা বাংলাদেশে জামায়াতে ইসলামীর দিকে মানুষের ঢল নেমেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)