 
                    নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের শংকরপুর চালককে জখম করে রিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ছোটনের মোড়ের ভাঙা গেটের কাছে এ ঘটনা ঘটে। আহত চালকের নাম মোস্তাকিন (২৫)। তিনি নাজির শংকরপুরের হাজারি গেট এলাকার মৃত মিলন শেখের ছেলে। 
মোস্তাকিন জানিয়েছেন, শুক্রবার বেলা পৌনে ১২ টার দিকে তিনি রিকশা নিয়ে শংকরপুর ছোটনের মোড়ের ভাঙা গেটের কাছে গেলে স্থানীয় দুর্বৃত্ত হৃদয়, নির্জন, নিরব, রাতুল ও রিজভী তার গতিরোধ করে। কোন কিছু বুঝে ওঠার আগে দুর্বৃত্তরা তাকে মারধর করে কাছে থাকা নগদ ১৫শ’ টাকা ও রিকশা ছিনতাই করে নিয়ে যায়। পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। 
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত মোস্তাকিনের কপালে ও ঠোঁটে জখমের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে।