Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে ভেজাল দস্তা সার পুড়িয়ে ধ্বংস

এখন সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর , ২০২৫, ০৫:৪২:৫৯ পিএম

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে উপজেলা সার ধ্বংস কমিটি ১৭০ কেজি ভেজাল দস্তা সার পুড়িয়ে ধ্বংস করেছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের বাওড়কুল জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই ধ্বংস কার্যক্রম সম্পন্ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন, সার ধ্বংস কমিটির সদস্য ও পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাস, পাথালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বায়েজীদ মোল্যা, এসএএও ইউনুস আলী, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়সহ এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন জানান, সম্প্রতি শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া নতুন বাজারে মেসার্স মোল্যা এন্টারপ্রাইজ নামের একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ব্যাবিলন কোম্পানির ৮০ কেজি ও আনন্দ কোম্পানির ৯০ কেজি মোট ১৭০ কেজি দস্তা সার জব্দ করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর এগুলো ভেজাল হিসেবে প্রমাণিত হয়। পরবর্তীতে বুধবার বিকালে জব্দকৃত ভেজাল সারগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা সারের আনুমানিক মূল্য প্রায় ৪৩ হাজার টাকা।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)