আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ দিন মাইকে ঘোষণা দিয়ে সাংবাদিকদের নিষেধাজ্ঞাকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড়। তাফসির মাহফিলের তৃতীয় তথা শেষ দিনে মঙ্গলবার ৪ নভেম্বর প্রধান তাফসিরকার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তাফসিরকারক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমীর হামজা। রাত ৯টার দিকে মাহফিল মঞ্চে মিডিয়া কর্মীরা উপস্থিত হলে মাহফিল কর্তৃপক্ষ জানিয়ে দেয় কেউ মোবাইল বা ক্যামেরায় ভিডিও করতে বা লাইভ সম্প্রচার করতে পারবে না। ফলে সাংবাদিক ও স্থানীয় মিডিয়া প্রতিনিধিরা বাধ্য হয়ে স্থান ত্যাগ করেন। এই ঘটনায় মিডিয়া কর্মী ও সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও প্রশ্নের জন্ম হয়েছে। কেন ধর্মীয় মাহফিলে সাংবাদিকদের নিষেধাজ্ঞা? মাহফিল আয়োজকদের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।