ক্রীড়া প্রতিবেদক: যশোরে শুক্রবার শুরু হয়েছে ১৬ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট। তপন স্মৃতি সংসদ চতুর্থবার আয়োজন করলো এ টুর্নামেন্টের। টাউন হল মাঠে তিনদিনব্যপী হবে এ আসর। সন্ধ্যায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তপন স্মৃতি সংসদের সভাপতি আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিএফইউজে’র সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাসেদুজ্জামান সেলিম ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামন। উদ্বোধনী খেলায় অংশ নেয় স্পোর্টস জোন ও কার্ড গ্যালারি।