পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : নিজেরা করির সমন্বয়কারী খুশি কবির বলছেন, আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো ও মানুষের জন্য জয় একদিন আনবোই।
তিনি ৭ নভেম্বর শুক্রবার সকালে খুলনার পাইকগাছার দেলুটির ২২ নম্বর পোল্ডারের হরিণখোলায় করুনাময়ী সরদারের ৩৫তম শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল।
উর্মিলা সরদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভূমিহীন সংগঠনের শহীদুল ইসলাম, আবু সাঈদ,গাজী, ইতিকা মন্ডল, দিতি বৈরাগী, লতা মন্ডল, রাহেলা বেগম ও শেখ কবির হোসেন।
উল্লেখ্য,খুলনাঞ্চলে চিংড়ি চাষ বিরোধী আন্দোলনের এক পর্যায়ে ১৯৯০ সালের ৭ নভেম্বর উপজেলার দেলুটির ২২ নম্বর পোল্ডারের হরিনখোলায় প্রভাবশালী ঘের মালিক ওয়াজেদ আলী বিশ্বাসের ভাড়াটের হামলা ও গুলিতে করুনাময়ী সরদার নিহত ও অনেকেই আহত হন।