নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের বড়বাজারে মুরগী বিক্রির টাকা চুরির অপবাদে দোকানের এক কর্মচারীকে নির্যাতন করা হয়েছে। পরে তাকে জিম্মি করে স্বজনদের কাছে এক লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত সুজন হোসেন (২৮) বেজপাড়া এলাকার সিরাজুল ওরফে সিরাজের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আহত সুজন জানিয়েছেন, তিনি বড়বাজারে ইমরান হোসেনের মুরগির দোকানের একজন কর্মচারী। মুরগি বিক্রির ৫০০ টাকা চুরি করার সন্দেহে আটকে রেখে দোকান মালিক বারান্দীপাড়ার ইমরান, সজল ও সজীব তাকে মারধর করে। জুম্মার নামায শেষ হওয়ার পর থেকে দুপুর ৩ টা পর্যন্ত তার ওপর নির্যাতন করা হয়েছে। আহতের ভাইরাভাই হৃদয় জানান, সুজনকে আটকে রেখে মারধরের খবর জানতে পেরে তারা বড়বাজারে আসেন। এসময় তাদের কাছে ১ লাখ টাকা দাবি করে দোকান মালিক ইমরানসহ তার লোকজন। তখন তারা সিসিটিভি ফুটেজে টাকা চুরির প্রমাণ দেখতে চাইলেও দেখাতে পারেননি। অথচ টাকা চুরির অপবাদে তাকে জখম করা হয়েছে। এঘটনায় থানায় মামলা করবেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, আহত সুজনের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলমান।