ফুলতলা (খুলনা) প্রতিনিধি: শুক্রবার সকাল ৬টা ৪১ মিনিটে বেতনা এক্সপ্রেস থামার মধ্য দিয়ে পুনরায় যাত্রা বিরতি পেল খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশন। এ নিয়ে গোটা ফুলতলাবাসীর মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
এদিকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ২টি ট্রেন স্টপেজ দেওয়ায় যাত্রাবিরতি কমিটির উদ্যোগে শুক্রবার সকালে বেতনা এক্সপ্রেস স্টেশনে পৌঁছালে এ এলাকার যাত্রীসহ শত শত জনতা প্লাটফর্মে দাঁড়িয়ে ট্রেনটিকে স্বাগত জানায়। প্রথম দিনেই বেতনা ট্রেনে যশোর ও বেনাপোলগামী ৪১ যাত্রী ফুলতলা রেলস্টেশন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেন। স্টেশন কাউন্টারে ভাড়ার তালিকায় দেখা যায় ফুলতলা থেকে নওয়াপাড়া, সিঙ্গিয়া ও যশোর পর্যন্ত ২০ টাকা, ফুলতলা থেকে ঝিকরগাছা ৩০, নাভারণ ৩৫ এবং বেনাপোল পর্যন্ত মাত্র ৪০ টাকা। অন্যদিকে ফুলতলা থেকে মোহাম্মদ নগর ২০ টাকা, কাটাখালি ও চুলকাঠি ৩০ এবং মোংলা পর্যন্ত ৪৫ টাকা। বেতনা ট্রেনটি প্রতি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকবে। সিডিউল অনুযায়ী বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস সকাল ৬টা ৪১ মিনিটে ফুলতলা স্টেশনে পৌঁছিয়ে ৬ টা ৪৩ মিনিটে ছেড়ে যাবে। অনুরুপ পার্বতীপুরগামী রকেট মেইল সকাল ৯টা ৫৭ মিনিটে, রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস বেলা ১১ টা ৩০মিনিটে এবং বেনাপোলগামী মোংলা কমিউটার বেলা ১১ টা ২ মিনিটে ও বেলা ২টা ১৭ মিনিটে পৌছিয়ে ২ মিনিট পর ছেড়ে যাবে। অপরদিকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস বিকাল ৩টা ৪৩ মিনিটে বেতনা এক্সপ্রেস সন্ধা ৬টা ৪৯ মিনিটে এবং রকেট মেইল রাত ৯টা ৫৬ মিনিটে পৌছিয়ে ২ মিনিট যাত্রা বিরতীর পর ছেড়ে যাবে।
এদিকে যাত্রাবিরতি কমিটির উদ্যোগে শুক্রবার সকালে এক বরণ অনুষ্ঠান অধ্যাপক মোঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব মোঃ নুরুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফুলতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, (অবঃ) ব্যাংকার্স মোঃ নজরুল জমাদ্দার, মোঃ নেছার আলী মোড়ল, মোঃ ইকতিয়ার শেখ, অধ্যাপক মোঃ নাসির উদ্দিন, ইউপি সদস্য মোঃ শামীম সরদার, মোঃ জাহাঙ্গীর সরদার, সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, শ্রমিক নেতা আঃ মজিদ মোল্লা, এডভোকেট কালিদাস, মোঃ আসলাম ভুঁইয়া, মোঃ রুহুল কুদ্দুস লষ্কর, মোঃ আলতাফ সরদার, মোঃ সেলিম সরদার, মোঃ জাহিদ ফারাজী, মোঃ আকতার সরদার প্রমুখ। বক্তারা এ সময় ইন্টারসিটি ট্রেন বিশেষ করে ঢাকাগামী জাহানাবাদ ট্রেন যাত্রা বিরতির জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পরে রকেট ট্রেন টি ৯টা ৫৭ মিনিটে স্টেশনে থামে।