Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোংলা-খুলনা মহাসড়কে বাস উল্টে খাদে : নিহত ২, আহত ৭

এখন সময়: সোমবার, ১৭ নভেম্বর , ২০২৫, ০৬:০৩:০২ পিএম

 

মোংলা প্রতিনিধি: মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাস ও মোটরসাইকেলের যাত্রীরাও রয়েছেন। শুক্রবার  দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার এমরান হোসেন জানান, মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রীবাহী বাসটি দুপুর ১টার দিকে তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি হঠাৎ ব্রেক করলে উল্টে পাশের খাদে পড়ে যায়, যা একটি মাছের ঘেরের উপর ছিল। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। আহত সাতজনকে উদ্ধার করে রামপাল ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা এমরান হোসেন আরও জানান, মোটরসাইকেলে থাকা যাত্রীরা পর্যটক ছিলেন এবং তারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলায় যাচ্ছিলেন। নিহত ও আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)