Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে মুহাদ্দিস রবিউল বাশারের মতবিনিময় ও নির্বাচনী পথসভা

এখন সময়: শনিবার, ১৫ নভেম্বর , ২০২৫, ০৮:৪৫:৪৯ পিএম

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এর নির্বাচনী পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) রাত ৬ টায় কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াত এই মতবিনিময় এবং নির্বাচনী পথসভার আয়োজন করে।

ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সেকেন্দারনগর চৌমোহনী বাজারে মতবিনিময় ও নির্বাচনী পথসভায় মুহাদ্দিস রবিউল বাশার বলেন, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সৎ ও আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আসুন, আমরা সৎ নেতৃত্বকে নির্বাচিত করে সংসদে পাঠাই।

ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহমদ শাহ মাসউদের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর শ্রমিক ও কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল গফফার, কালিগঞ্জ উপজেলা জামায়াতের ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী, উপজেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদের সদস্য  ড. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, বাংলাদেশ জামায়াতের ইসলামীর ধলবাড়িয়া ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রহমান ওসমানী, সেকেন্দারনগর চৌমোহনী বাজার বণিক সমিতির সভাপতি হাফেজ খায়রুল বাসার, রতনপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো: আফতাবুজ্জামান প্রমুখ।

এর আগে মুহাদ্দিস রবিউল বাশার সকাল ১০ টা থেকে উকশা উচ্চ বিদ্যালয়, ডি আর এম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রাজবাড়ি ডিগ্রী কলেজে ও কাটুনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং বেলা ১২ ঘটিকায় রতনপুর গড়ুইমহল ঈদগাহ মাঠে মহিলা সমাবেশ, কদমতলা বাজারে পথসভা ও রতনপুর বাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন এবং সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)