মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার সকালে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। সভায় পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জামায়াতের আমীর এমবি বাকের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জিপি মঞ্জুরুল হাসান কনক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ সুশান্ত কুমার বিশ্বাস, মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহশীন উদ্দিন, কমান্ডেন্ট আনসার ও ভিডিপি মাহবুবুর রহমান, সহকারি পরিচালক এন এস আই, রাাজিব হাসান, জেলা শিক্ষা অফিসার আলমগীর করার, জেল সুপার মহিউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত কর্মকর্তা রামনগর হাইওয়ে পুলিশ বক্তব্য রাখেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিস্তারিত আলোচনা হয়। সভায় জেলার অবৈধ ইটভাটা নিয়ে উদ্বেগ প্রকাশ সহ জেলার চিহৃিত কতিপয় এলাকার দাঙ্গা হাঙ্গামা বাড়িঘর ভাঙচুর লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম ও পুলিশ সুপার মিনা মাহমুদা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় জনগনের সহযোগিতা কামনা করেন।