নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইলের নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া খান সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল-১ আসনের সর্বস্তরের জনগণের উদ্যোগে শনিবার (৮ নভেম্বর) দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ওপর বক্তব্য রাখেন আলোচকবৃন্দ।
নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি লস্কর ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিএনপি নেতা বি এম নাগিব হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন-কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম মহসিন, কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, সহসভাপতি রবিউল ইসলাম রবি, কালিয়া উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক স.ম ইকরাম রেজা ও জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহিনুর ইসলাম মাহি।
এছাড়া আরও বক্তব্য দেন-কালিয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলতাফ উদ্দিন আনসারী, নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সিদ্দিকী টিটো, বিএনপি নেতা মোল্যা বকতিয়ার হোসেন, হায়দার আলম, কালিয়া পৌর ছাত্রদলের আহবায়ক মিকাইল হোসেন, শ্রমিকদল নেতা দেলোয়ার হোসেন দিলু, ছাত্রদলের সাবেক নেতা জিয়াউর রহমান বাবলু, স্থানীয় ইউপি সদস্য সোহাগ শেখসহ অনেকে।
অনুষ্ঠানে নড়াগাতী ও কালিয়া থানার ১৪টি ইউনিয়ন এবং নড়াইল ও কালিয়া পৌর এলাকার হাজারো বিএনপির নেতাকর্মী অনুষ্ঠানে যোগ দেন।