মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ রাখতে সভা সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। পেঁযাজের মূল্য সহনীয় পর্যায় রাখার ব্যাপারে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা চেম্বারে সভাপতি আখতার হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণে অধিদপ্তরের সহকারী পরিচালক সজল হোসেন, কৃষি বিপনন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক আলমগীর হোসেন, মাগুরা বণিক সমিতির সম্পাদক হুমাউন কবীর রাজা, মাগুরা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তা এবং পেঁয়াজের পাইকারি ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পেঁয়াজের বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখার প্রতি গুরুত্ব আরোপ করে জেলা প্রশাসক পেঁয়াজের বাজার মূল্য নিয়ন্ত্রনে রাখতে ব্যবসায়ীদের মতামত জানতে চান। ব্যবসায়ীরা জানান, এক মাস এ সমস্যা চলতে পারে। এর মধ্যে মুড়ি পেঁয়াজ বাজারে এসে যাবে। তবে বাজার মনিটর এর দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা পেঁয়াজ আমদানীর উপর গুরুত্ব আরোপ করেন।