কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ক্লাইমেট অ্যাকশন এ্যাট লোকাল লেভেল ‘কল’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে স্থানীয় উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে এবং আন্তর্জাতিক দাতা সংস্থা গেইন এর সহায়তায় এ সভার আয়োজন করা হয়।
অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
কৃষি ও নিউট্রিশন অফিসার মো. বুলবুল হোসাইনের সঞ্চালনায় অবহিতকরণ সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর আব্দুস সোবহান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বেসরকারি সংস্থা সুশীলন’র পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, কুশলিয়া ইউপির সংরক্ষিত সদস্য আকলিমা পারভীন মিতা, কৃষ্ণনগর ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য জিএম জবেদ আলী বিভিন্ন সরকারি দপ্তর এবং বেসরকারি সংস্থার প্রতিনিধি ও লিডার্ড এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।