কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর বিএম শহিদুজ্জামান শহিদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার তাকে যশোর আদালতে পাঠানো হয়।
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খাঁন শরিফুল ইসলাম বলেন, সোমবার রাতে কেশবপুরের বালিয়াডাঙ্গা দেবালয়ের এলাকায় স্থানীয় জনতা মব সৃষ্টি করে তাকে মারপিট করে। পরে পুলিশ খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসে। উপজেলার মধ্যকুলের যুবলীগ নেতা জামাল হোসেনের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলায় বিস্ফোরক দ্রব্য আইনে শহিদকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়।
জানা গেছে, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিএম শহিদুজ্জামান শহিদ কেশবপুর পৌরসভার ৫ নম্বর আলতাপোল ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি পৌরসভার ৫ নম্বর আলতাপোল গ্রামের সাবেক ইউপি মেম্বার আলতাফ হোসেন বিশ্বাস ও সাবেক পৌর সভার সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা বেগমের পুত্র। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন তার বসত বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এরপর থেকে তিনি এলাকায় আত্মগোপনে থেকে আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন।