কেশবপুর প্রতিনিধি :কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে সেবা নিতে গিয়ে এক সেবাগ্রহিতা মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই সেবাগ্রহিতা মুজিবুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীরামপুর গ্রামের মুজিবুর রহমান একটি মামলা– সংক্রান্ত নথির অনুলিপি সংগ্রহের জন্য ১৯ আগস্ট ও ১৫ অক্টোবর উপজেলা ভূমি কার্যালয়ে আবেদন করেন। কিন্তু বারবার যোগাযোগ করেও তিনি অনুলিপির কপি পাননি।
অভিযোগে বলা হয়, অফিসের সার্টিফিকেট সহকারী মো. হাদিউজ্জামান ওই নথির কপি দিতে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। মুজিবুর রহমান তার চাহিদা অনুযায়ী ১০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু বাকি টাকা না দেয়ায় তাকে ঘুরাতে থাকেন হাদিউজ্জামান।
মুজিবুর রহমান অভিযোগ করেন, সর্বশেষ গত ১০ নভেম্বর সোমবার তিনি কার্যালয়ে গিয়ে অনুলিপির কপি চাইলে সার্টিফিকেট সহকারী হাদিউজ্জামান তার জামার কলার ধরে মারধর করেন এবং দা দিয়ে কেটে ফেলার হুমকি দেন। একই সঙ্গে তিনি সহকারী কমিশনার (ভূমি)-এর মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জেলে পাঠানোর হুমকিও দেন। এই ঘটনায় তিনি সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।
মুজিবুর রহমান দৈনিক স্পন্দনকে বলেন, ‘জীবনে এভাবে অপমানিত হব ভাবতেই পারিনি। ওই ঘটনার পর থেকে রাতে ঘুমাতে পারছি না। মানসিকভাবে খুব ভেঙে পড়েছি।’
অভিযুক্ত হাদিউজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি মুজিবুর রহমানকে কোনোভাবেই মারধর করিনি এবং ২০ হাজার টাকা ঘুষ চেয়ে ১০ হাজার টাকা নেয়ার কথাও সত্য নয়।’
কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ দৈনিক স্পন্দনকে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। অভিযোগকারীকে অফিসে ডেকে বিস্তারিত শুনে ব্যবস্থা নেয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন দৈনিক স্পন্দনকে বলেন, সহকারী কমিশনার (ভূমি)-এর মাধ্যমে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।