অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোর-৪ আসনে (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া) ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবকে ধানের শীষ প্রতীকে মনোনীত করায় অভয়নগরে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর বিএনপি ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে বুধবার বিকেলে নওয়াপাড়া বাজারে যশোর-খুলনা মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া পৌর বিএনপির সহ সভাপতি শাহ্ মো. জোবায়েরের সভাপতিত্বে মিছিলে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, সহ সভাপতি ফরহাদুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাহমুদ হাসান লিপু, সহসভাপতি জাকির হোসেন সরদার, সরোয়ার মোস্তাফিজ মিলন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মুরাদ শেখ, ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মান্নু, কামাল হোসেন ফারাজী, উপজেলা যুব দলের আহবায়ক বাকীউজ্জামান রানা, উপজেলা ছাত্র দলের আহবায়ক নাঈম উদ্দিন বিজয়, সদস্য সচিব সরদার তকিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাত, উপজেলা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোগল সুমন, সাধারণ সম্পাদক আশাবুর রহমান, আঞ্চলিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান টুলু, পৌর যুব দলের আহবায়ক আতাউর রহমান আতা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলম মোল্যা, পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন, পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম পপলু প্রমুখ। মিছিলের পূর্বে নওয়াপাড়া পীরবাড়ী মাজার জিয়ারত করেন নেতৃবৃন্দসহ শ’শ’ নেতাকর্মী।