আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন বিষয়ে পাটচাষি প্রশিক্ষণ বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মডেল মসজিদের হলরুম প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ। বিশেষ অতিথি ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম।
আলমডাঙ্গা উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন পাটচাষি মোখলেসুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণে ৭৫ পাটচাষি অংশগ্রহণ করেন।