ফুলতলা (খুলনা) প্রতিনিধি: “মাদক প্রতিরোধে এগিয়ে আসুন, সুস্থ সমাজ গড়ুস” এ স্লোগানকে সামনে রেখে খুলনার ফুলতলার সামাজিক সংগঠন নাগরিক আন্দোলনের উদ্যোগে গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার সকাল ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক গাজী নওশের আলী, গাজী টিপু সুলতান, আব্দুল আজিজ, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ইদ্রিস আলী, আমিনুল হক, আঃ আজিজ, সহকারী প্রধান শিক্ষক শেখ মাহমুদুল হক, গাজী আজাদ হোসেন, কায়েদে আজম বিশ্বাস, মাসুমা সুলতানা, হিমাংশু বসু প্রমুখ। পরে নাগরিক আন্দোলনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।