Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ১৪ নভেম্বর শুরু হবে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

এখন সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর , ২০২৫, ০৩:২১:৩০ এম

 

ক্রীড়া প্রতিবেদক: যশোরে আগামী ১৪ নভেম্বর সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। টুর্নামেন্টে অংশ নেবে ১৫ টি ইউনিয়ন দল। হোম অ্যান্ড এওয়ে পদ্ধতিতে হবে টুর্নামেন্টের সকল খেলা। আসন্ন এ টুর্নামেন্ট উপলক্ষে বুধবার সকালে সংবাদ সম্মেলন করে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি। সংবাদ সম্মেলনের জানানো হয়, যশোরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে উপশহর ইউনিয়ন ও ফতেপুর ইউনিয়ন ফুটবল একাদশ। ম্যাচটি হবে উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে। ১৪ নভেম্বর (শুক্রবার) দুপুর আড়াইটায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে যশোর সদর উপজেলা বিএনপি। তাছাড়া ব্যবস্থাপনায় থাকছেন সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়রা।  চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকা ও রানার্স আপ দলকে ৫০ হাজার টাকার প্রাইস মানি ও ট্রফি  দেয়া হবে। এছাড়া প্রতিটি খেলায় ম্যান অব দ্যা ম্যাচে পুরস্কার প্রদান করা হবে। আগামী ২৯ নভেম্বর শামস্-উল-হুদা স্টেডিয়ামে ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমন্বয়কারী মাহতাব নাসির পলাশ। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক এবিএম আখতারুজ্জামান, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সৈয়দ মাশুক মুহম্মদ সাথী, ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো, সোহেল আল মামুন নিশাদ, কাজী জামাল হোসেন, জাহিদ হাসান নিপ্পন, জয়নাল আবেদীন, হালিম রেজা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম বাবুল, নগর যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজেদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী প্রমুখ। এছাড়া যশোরের স্বনামধন্য সাবেক জাতীয় ও স্থানীয় পর্যায়ের অনেক খেলোয়াড় উপস্থিত ছিলেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)