দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটার খলিশাখালীতে ভূমিদস্যু, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও চোরাচালান বিরোধী বিট পুলিশিং সমাবেশ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন সমাবেশে সভাপতিত্ব করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাজিব হোসেন রাজু, জমির মালিকদের মধ্যে ডা. নজরুল ইসলাম, আব্দুল আলিম, আব্দুল মজিদ, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস প্রমুখ।