বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট প্রেসক্লাবে জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন সহসভাপতি এসএম রাজ, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, বাবুল সরদার, সাবেক সহ সভাপতি নাকিব সিরাজুল হক, মোল্লা আব্দুর রব, আবু সাইদ, শওকত আলী বাবু, সোহেল রানা বাবু, অরিন্দম দেবনাথ, আমিরুল হক বাবু, ইশরাত জাহান, সৈয়দ শওকত আলী, আবু সাইদ শুনু প্রমুখ।
এ সময় বিদায়ী জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান বলেন, প্রায় দেড় বছর বাগেরহাটে চাকরি করেছি। বাগেরহাটবাসীর কল্যাণে কাজ করেছি। বাগেরহাটের ক্ষতি হোক এমন কোন কাজ আমি করিনি।